শিক্ষা

শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি-অনিয়ম নির্মূল হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষাখাতের সব অনিয়ম-দুর্নীতি নির্মূল করা হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, ‘বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে অধিক গুরুত্ব দিচ্ছে। অথচ কিছু অসাধু ব্যক্তি সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।’

Advertisement

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রোববার এডুকেশন রিপোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

দীপু মনি বলেন, ‘আমাদের এবং সাংবাদিকদের উদ্দেশ্য ও শিক্ষা একই। কিন্তু কিছু গণমাধ্যমের সংবাদ আমাদের বিবৃত করে, কেননা এ সংবাদের কোনো বস্তুনিষ্ঠতা থাকে না।’

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষার আমূল পরিবর্তন হয়েছে এ জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষাখাতে এখনও যারা অনিয়ম করছে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে বিশেষ বরাদ্দ দিচ্ছে। কিন্তু সে অনুযায়ী আমরা এখনও সফলতা অর্জন করতে পারিনি। তবে বর্তমান সরকারের হাত ধরেই শিক্ষাখাতে আমূল পরিবর্তন এসেছে। আমাদের সবার এতে ভূমিকা রয়েছে।’ লক্ষ্য পূরণে স্ব স্ব ক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান শহীদুল ইসলাম প্রমুখ।

এমএইচএম/এনডিএস/জেআইএম

Advertisement