‘মানবিক মানুষ চাই’ স্লোগানে ৮ম বর্ষে পদার্পণ করেছে সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন শুভজন। এ উপলক্ষে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
Advertisement
শুভজনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তরুণ রাসেলের সঞ্চালনায় শুভজন সভাপতি কবি নইম হাসানের সভাপতিত্বে অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী, সাবেক অতিরিক্ত সচিব কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল, কবি জাহিদুল হক, গীতিকার শহিদুল্লাহ ফরায়জি, গীতিকবি এমআর মনজু।
সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, দেশের প্রতিটি স্থানে শুভজনের শক্ত ঘাঁটি গড়ে তুলতে হবে। যাতে কোন প্রকার অশুভ শক্তি ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের পথে নিয়ে যেতে না পারে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুবিয়া মল্লিকা, জাহিদ হোসেন, শিলা পারভিন ও প্রত্যয়। আবৃত্তি করেন কাজরী তিথি জামান, নাসিরুদ্দিন শাহ, জসিম আবদুল মুমিন, নিপা চৌধুরী, ইমরান পরশ, রেহান রুবেল, হীরা মণি, ফারহানা আখতার, আজহারউদ্দিন, রাশেদুল হাসান মিন্টু, মো. রোমান হোসেন, নাইমুল রাজ্জাক, সামসুজ্জামান সুমন এবং শামীম আল জাবের।
Advertisement
সবশেষে বরেণ্য সংগীতজ্ঞ কানাইলাল শীলের নাতি সুমন কুমার শীলের দোতারার অপূর্ব সুরের মূর্ছনা অনুষ্ঠানকে মোহনীয় করে তোলে।
এসইউ/জেআইএম