জাগো জবস

এসএসসি পাসে নাবিক হওয়ার সুযোগ দিচ্ছে নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) এ-২০২০ ব্যাচে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে পারেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), পুরুষশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান। বিজ্ঞানে জিপিএ ৩.০০। এসএসসিতে উচ্চতর গণিত এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্তদের অগ্রাধিকার

শাখার নাম: মেডিকেল, পুরুষ ও নারীশিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/ সমমান। জিপিএ ৩.০০

Advertisement

শাখার নাম: পেট্রোলম্যান, কুক ও এমওডিসি (নৌ), পুরুষশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান। সব বিভাগে জিপিএ ৩.০০

শাখার নাম: রাইটার, স্টোর ও স্টুয়ার্ড, পুরুষ ও নারী শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান। সব বিভাগে জিপিএ ৩.০০

শাখার নাম: টোপাস, পুরুষশিক্ষাগত যোগ্যতা: ৫ম শ্রেণি

প্রার্থীর ধরন: নারী-পুরুষনাগরিকত্ব: বাংলাদেশি নাগরিকবৈবাহিক অবস্থা: অবিবাহিতদক্ষতা: সাঁতার জানতে হবে

Advertisement

বয়স: ০১ জানুয়ারি ২০২০ তারিখে নাবিক ও মহিলা নাবিকের ক্ষেত্রে ১৭-২০ বছর। এমওডিসির (নৌ) ক্ষেত্রে ১৭-২২ বছর

আবেদনের নিয়ম: নৌবাহিনীতে ভর্তির জন্য www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে।

উপস্থিতি: প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রসহ নির্ধারিত ভর্তিকেন্দ্রে সকাল ৮টায় উপস্থিত থাকতে হবে-

বিস্তারিত দেখুন- joinnavy.navy.mil.bd/media/contents

এসইউ/এমএস