আজকের আয়োজন

বাণী-বচন : ০৮ সেপ্টেম্বর ২০১৯

পরামর্শপরামর্শ শক্তি বাড়ায়।– হযরত আলীঅভিজ্ঞজনের পরামর্শ নেওয়া ভালো।– ইমার সনপরামর্শ বুদ্ধিকে পরিপক্ক করে।– ড্রাইডেনশত্রু যদি জ্ঞানীও হয় তবুও তার পরামর্শ নিও না।–স্যার জন উইলঘটপরামর্শ মানুষের কাজে বলিষ্ঠতা আনায়ন করে।–ভার্জিল

Advertisement

বচনপাপও লুকায় নাসাগরও শুকায় নাঅর্থ : সাগর যেমন শুকায় না তেমনি সত্য অপ্রকাশিত থাকে না- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

Advertisement