সড়কে অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ, যানজট নিরসন, বাসে হামলাকারীদের বিচার দাবিতে ভোলার অভ্যন্তরীণ আট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বুধবার সন্ধ্যা থেকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ সব রুটে এ ধর্মঘটের ডাক দেয় ভোলা জেলা বাস ও মিনি বাস মালিক সমিতি।এদিকে বৃহস্পতিবার সকাল এসব রুটে কোনো বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।জানা যায়, যাত্রী পরিবহনের ঘটনাকে কেন্দ্র করে অটো বোরাক শ্রমিকদের সঙ্গে বাস শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে অটো শ্রমিকরা বাসে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, অবৈধ যানবাহন চলাচলের কারণে প্রায়ই সড়কে দুর্ঘটনা ঘটছে। বুধবার এসব যানবাহন চলাচলে বাধা দেওয়ায় অবৈধ যানবাহনের হোতারা বেশ কিছু বাস ভাঙচুর করেছে।
Advertisement