জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ একই পরিবারের চারজন আটক

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ একই পরিবারের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Advertisement

আটকরা হলেন- মো. শহিদুল ইসলাম (৩৩), মো. নুর নবী (২৮), মো. আব্দুর বারী ও মোছা. পপি আক্তার (২০)।

শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর-৬ এলাকা থেকে তাদের আটক করা করে র‌্যাব-১ ব্যাটালিয়নের একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছয় হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Advertisement

জেইউ/এমএসএইচ