প্রবাস

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের বার্ষিক সভা

সিডনির রকডেলের একটি রেস্টুরেন্টে সম্প্রতি বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রহমতুল্লাহ ও সঞ্চালনা করেন শাখাওয়াত নয়ন।

Advertisement

রহমতউল্লাহর সংক্ষিপ্ত বক্তব্যের পর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং এসবিএস বাংলা রেডিওর প্রধান আবু রেজা আরেফীনকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা করেন। গত বছরের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক ইউসুফ ইকবাল টুটূল এবং বাজেট পেশ করেন কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ খোকন (জাগো নিউজ)।

অস্ট্রেলিয়ার প্রবাসী রেডিও, টিভি, সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট, মিডিয়াকর্মী এবং অস্ট্রেলিয়াব বসবাসরত বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব’ গঠিত। এ সংগঠনে প্রায় ২০টিরও বেশি মিডিয়াকর্মী ও ফ্রিল্যান্সারা যুক্ত রয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রায় সকল বাংলাদেশি মিডিয়া ব্যক্তিত্বরা সভায় উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনারের উপস্থিতে সিলেকশনের মাধ্যমে ২৭ সদস্য বিশিষ্ট সংবাদকর্মীদের নিয়ে একটি নতুন কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০২০ ঘোষণা করেন।

Advertisement

সভাপতি- মো. রহমতুল্লাহ (জয়যাত্রা টিভি), সহ-সভাপতি) ড. শাখাওয়াত নয়ন (কলামিস্ট), শফিকুল আলম (বাংলাকথা অনলাইন), কলামিস্ট কাজী সুলতানা সিমি, সাধারণ সম্পাদক, ইকবাল ইউসুফ টুটুল (সম্পাদক, প্রবাসবাংলা অনলাইন), যুগ্ম-সাধারণ সম্পাদক. সোলেইমান দেওয়ান (প্রকাশক প্রভাতফেরী পত্রিকা), কোষাধক্ষ্য, মো. আবুল কালাম আজাদ খোকন (সম্পাদক নবধারা নিউজ), সাংগঠনিক সম্পাদক, এস এম আমিনুল ইসলাম রুবেল (সময় টিভি প্রতিনিধি), গণসংযোগ সম্পাদক. আরিফুর রহমান (সম্পাদক প্রশান্তিকা) সাংস্কৃতিক সম্পাদক মো. তুষার খান (জন্মভুমি টিভি)।

এছাড়া, এই কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন- সম্পাদক আল নোমান শামীম (মুক্তমঞ্চ পত্রিকা), সম্পাদক আসলাম মোল্লা (বাংলাবার্তা), সম্পাদক আব্দুল মতিন (সিডনিবাসী-বাংলা), সম্পাদক আতিকুর রহমান শুভ (প্রশান্তিকা), সম্পাদক আবু তারিক (সিডনি বেঙ্গলিজ), এলিজা টুম্পা (আরঙ্গ অনলাইন), সাহাদাত মানিক (প্রিয় অস্ট্রেলিয়া), মাসুম বিল্লাহ (প্রতিনিধি নিউজ ২৪ ঢাকা)।

এ ছাড়া কলামিস্ট অজয় দাশগুপ্ত, ড. আবুল হাসনাত মিল্টন কলামিস্ট,কলামিস্ট নাদেরা নদী, নাফিউল ইসলাম (মেলবোর্ন রেডিও), আকাশ দে (এটিএন বাংলা), বেলাল হোসেন (প্রতিনিধি জয়যাত্রা টিভি), আসওয়াদুল বাবু (প্রতিনিধি চ্যানেল আই), সৈয়দ আকরাম (জন্মভূমি অনলাইন), হাসনা হেনা (মিডিয়া ব্যক্তিত্ব) উপস্থিত ছিলেন।

এমআরএম/এমএস

Advertisement