একদিন আগে চন্দ্রযান-২ এর অভিযান নিয়ে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করলেও পরদিনই ব্যর্থ অভিযান নিয়ে সুর নরম করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার ভোর রাতের দিকে চাঁদের পৃষ্ঠ ছুঁতে ব্যর্থ হয় ভারতের পাঠানো মহাকাশ যান চন্দ্রযান-২।
Advertisement
এর পরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, চন্দ্রযান-২ এর মিশন নিয়ে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করেছেন। ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন নিয়ে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন মমতা।
ভারতীয় সময় শুক্রবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিট থেকে ১টা ৫৫ মিনিটের মধ্যে চাঁদের মাটিতে পা রাখার কথা ছিল চন্দ্রযান-২ এর অবতরণকারী যান বিক্রমের। কিন্তু অবতরণের আগ মুহূর্তে ইসরোর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইসরোর বিজ্ঞানীদের প্রচেষ্টার প্রশংসা করে এক টুইট বার্তায় মমতা বলেন, আমরা আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত। চন্দ্রযান-২ এর জন্য ইসরোর বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করেছেন।
Advertisement
অপর এক টুইটে তিনি বলেন, আমরা সবাই আপনাদের সঙ্গে রয়েছি। ৬৪ বছর বয়সী পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী একদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন। শুক্রবার চন্দ্রযান-২ এর অবতরণকারী যান বিক্রমের চাঁদের পৃষ্ঠ ছোঁয়ার দৃশ্য দেখার জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন মোদি।
মমতা বলেছিলেন, হঠাৎ করেই (শুক্রবার) তিনি (নরেন্দ্র মোদি) সেখানে (বেঙ্গালুরুতে ইসরোর প্রধান কার্যালয়) গিয়েছিলেন।...এখন পর পর চারদিন ধরে এই ইস্যু চলবে; ভারতের চন্দ্রযান! যেন বিজেপিই দেশের সব কিছু করেছে! যেন তারাই বিজ্ঞান আবিষ্কার করেছে। এটা অর্থনৈতিক বিপর্যয় থেকে সবার নজর ঘুরিয়ে দেয়ার রাজনীতি।
চাঁদের পৃষ্ঠ ছোঁয়ার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভারতের মহাকাশ যান চন্দ্রযান-২ এর ভাগ্যে কী ঘটেছে, তা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কাছে এখনও স্পষ্ট নয়। তবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) এক কর্মকর্তা বলেছেন, ৯৭৮ কোটি টাকার এই মহাকাশ যান চন্দ্রযান-২ এর মিশন পুরোপুরি ব্যর্থ নয়।
সূত্র : এনডিটিভি।
Advertisement
এসআইএস/এমকেএইচ