জাতীয় পার্টি আর আওয়ামী লীগের হানিমুন দূর না হলে জনগণের মুক্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
Advertisement
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর শাখা।
রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে যারাই কথা বলে, তারাই সরকারের রোষানেলে পড়ে। জাতীয় পার্টি আর আওয়ামী লীগের হানিমুন দূর না হলে জনগণের মুক্তি নেই।
সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
Advertisement
মহাসড়কে টোল আদায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তারও কঠোর সমালোচনা করেন বিএনপির এই নেতা।
মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে জাসাস ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা অংশ নেন।
কেএইচ/জেডএ/জেআইএম
Advertisement