নেত্রকোনায় ইফতেখার ছোটন ভূঁইয়া (১৪) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার বাংলা ইউনিয়নের ময়রুহী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
Advertisement
নিহত ইফতেখার ছোটন ভূঁইয়া ওই গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, আজ ভোরে ছোটনের বড় ভাই সকালে ঘর থেকে বের হয়েই তার ভাইকে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশেপাশের লোকদের খবর দেয়। পরে তাদের উপস্থিতিতে ছোটনের লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়া হয়।
নেত্রকোনা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. নাজমুল আলম বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Advertisement
আরএআর/জেআইএম