ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের আবাসিক কলোনিতে দুর্বৃত্তদের হামলায় দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আলী আকবর আকন্দ (৫৫) ও আনসার আলী আজগর (২২)। এদের মধ্যে আলী আকবর আকন্দকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জের বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভোরে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের আবাসিক কলোনিতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কলোনির তালাবদ্ধ থাকা প্রধান গেইটের নিরাপত্তা কর্মীদের এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি আরো জানান, এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
Advertisement