দেশজুড়ে

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফের আগুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর পুরাতন মালপত্র রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Advertisement

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, রাতে কারাগারের ভেতরে মালপত্র রাখার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরাতন টিভি, ফ্রিজসহ কিছু মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ মে রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতরে ক্যান্টিনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

Advertisement

আরএআর/জেআইএম