অর্থনীতি

ব্লকে কমেছে ২৭ কোটি টাকার লেনদেন

আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩৫টি প্রতিষ্ঠান ডিএসইর ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলোর ৩ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৩৭৮টি শেয়ার ৩৯ কোটি ৭৭ লাখ ১৯ হাজার টাকায় লেনদেন হয়, যা আগের সপ্তাহের তুলনায় ২৬ কোটি ৮৩ লাখ ১৮ হাজার টাকা কম। আগের সপ্তাহে ৪২টি প্রতিষ্ঠানের ২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৪২টি শেয়ার ৬৬ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকায় লেনদেন হয়।

Advertisement

ব্লকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বিকন ফার্মাসিউটিক্যাল, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, লংকাবাংলা ফাইন্যান্স, ফরচুন সুজ, এসএস স্টিল, সিঙ্গার বাংলাদেশ, গ্রামীণ ওয়ান স্কিম টু, ইউনাইটেড পাওয়ার, ম্যারিকো বাংলাদেশ, অ্যাডভেন্ট ফার্মা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ এবং প্রগতি লাইফ।

এ ছাড়া ব্লকে লেনদেনে অংশ নেয়া কোম্পানির মধ্যে রয়েছে- এমারেল্ড অয়েল, গ্রামীণফোন, প্রাইম ব্যাংক, রেনেটা, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, সিনো বাংলা, নাভানা সিএনজি, রূপালী ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, রূপালী লাইফ, ন্যাশনাল টিউবস, সায়হাম কটন, সালভো কেমিক্যাল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, সিমটেক্স, আইডিএলসি এবং রেনউইক যজ্ঞেশ্বর।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয় বিকন ফার্মার। কোম্পানিটির ১১ কোটি ৩৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ২৯ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ৫ কোটি ৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল।

Advertisement

এ ছাড়া পূবালী ব্যাংকের লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকা, ফরচুন সুজের ২ কোটি ৮৫ লাখ ৭ হাজার, এসএস স্টিলের ১ কোটি ৭৯ লাখ ৫১ হাজার, সিঙ্গারের ১ কোটি ৮ লাখ ৯২ হাজার, গ্রামীণ ওয়ান স্কিম টু’র ৯৭ লাখ ৬০ হাজার, ইউনাইটেড পাওয়ারের ৮৮ লাখ ৩৫ হাজার, ম্যারিকোর ৭১ লাখ, অ্যাডভেন্ট ফার্মার ৬৬ লাখ, বেক্সিমকো ফার্মার ৬৫ লাখ ৯৪ হাজার, সুহৃদের ৬২ লাখ ৫০ হাজার, মেঘনা লাইফের ৫৩ লাখ ৫ হাজার, প্রগতি লাইফের ৫২ লাখ ৭০ হাজার এবং এমারেল্ড অয়েলের ৫২ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন হয়।

বাকি কোম্পানিগুলোর এককভাবে ৫০ লাখ টাকার কম লেনদেন হয়েছে। এর মধ্যে- গ্রামীনফোনেরর ৪৭ লাখ ৯ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ৪৬ লাখ ৫০ হাজার, রেনেটার ৩৯ লাখ ১ হাজার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৩২ লাখ ১২ হাজার, সিনো বাংলার ২১ লাখ ৩৯ হাজার, নাভানা সিএনজির ২১ লাখ ৩৪ হাজার, রূপালী ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৬ হাজার, যমুনা ব্যাংকের ১৫ লাখ ২২ হাজার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ১২ লাখ ১৫ হাজার, রূপালী লাইফের ১১ লাখ ২২ হাজার এবং ন্যাশনাল টিউবসের ১০ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

এককভাবে ব্লক মার্কেটে ১০ লাখ টাকার কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- সায়হাম কটনের ৯ লাখ ৬৪ হাজার টাকা, সালভো কেমিক্যালের ৮ লাখ ৩ হাজার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৮৪ হাজার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৭০ হাজার, ফাইন ফুডসের ৭ লাখ ৩৩ হাজার, সিমটেক্সের ৫ লাখ ৬ হাজার, আইডিএলসির ৫ লাখ ৩ হাজার এবং রেনউইক যজ্ঞেশ্বরের ৫ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়।

এমএএস/জেডএ/জেআইএম

Advertisement