বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের ছবি অবমাননা করার ঘটনায় বটিয়াঘাটা ইউএনওর বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ ৩ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে। শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।এর আগে গত বুধবার বটিয়াঘাটায় কয়েক হাজার নারী-পুরুষ ইউএনও বিল্লাল হোসেন খানের প্রত্যাহার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করে। এ সময় সমাবেশের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশারাফুল আলম খান ইউএনওর প্রত্যাহার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। সময় পার হয়ে যাওয়ায় শনিবার থেকে পুনরায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার ছাত্রলীগের পক্ষে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, রোববার যুবলীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এবং সোমবার স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ। সূত্রটি আরো জানিয়েছে, তিন দিনের কর্মসূচিতে ইউএনও বিল্লাল হোসেন খানের প্রত্যাহার না হলে আবারো লাগাতার কঠোর কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে।আলমগীর হান্নান/এসএস/এমএস
Advertisement