কারিগরদের সহায়তা করতে এবং জামদানি শিল্প বাঁচাতে সরকার প্রকল্প হাতে নিচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নতুন প্রজন্মকে জামদানি শাড়ি কেনা এবং পরার আহ্বান জানিয়েছেন।
Advertisement
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, জামদানি যেখানে উপস্থাপন হয়, সেখানে বাংলাদেশকে উৎকৃষ্টভাবে উপস্থাপন করা হয়। আর জামদানি না কিনলে, না পরলে এ শিল্পকে বাঁচানো যাবে না। বাংলাদেশের জামদানি বয়নশিল্পকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। এটি ভৌগোলিক সূচক হিসেবেও সম্মান এনে দিয়েছে।
অনুষ্ঠানে পাঁচ সেরা জামদানি কারিগরের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। উৎসবটি আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। বেঙ্গল ফাউন্ডেশন ও বাংলাদেশ কারুশিল্প পরিষদ যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
Advertisement
বাংলাদেশ কারুশিল্প পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল এশিয়া প্যাসিফিক রিজিয়নের প্রেসিডেন্ট ড. গাদা হিজাউয়ি কাদুমি, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস/আরএস/জেআইএম