হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ হাজার পিস ইয়াবা বহনকালে এক কিশোরীসহ তিনজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
Advertisement
তিনটি পৃথক ঘটনায় তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
তিনি জানান, আজ (শুক্রবার) বেলা দেড়টার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ইয়াবাসহ এক কিশোরীকে (১৪) আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২০টা এয়ার টাইট প্যাকেটে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অন্য ঘটনায় দুপুর ২টার দিকে মো. ইয়ামিনকে (৩২) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনের পুকুর পাড় থেকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
Advertisement
একইদিন বিকেল ৩টার দিকে মো. শরিফুল ইসলাম (২৬) নামে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সংলগ্ন পাবলিক টয়লেটের কাছ থেকে একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আটকদের মধ্যে ইয়ামিনের নামে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ইয়াবার আরও একটি মামলা আছে।
জিজ্ঞাসাবাদে আটকররা জানায়, তারা মূলত বাহক। এই মালামাল মূল মালিকের প্রতিনিধি তাদের কাছ থেকে সংগ্রহ করার কথা ছিল।
আটক কিশোরীর বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বেপারী হাটে এবং ইয়ামিন বরিশাল জেলার হিজলা থানার শ্রীপুর গ্রামের আব্দুল মজিদ তালুকদারের ছেলে। আটক শরিফ ঢাকা মেট্রোর শ্যামপুর থানার গেন্ডারিয়ার দক্ষিণ মীর হাজীরবাগ এলাকার মৃত তবারক হাওলাদারের ছেলে।
Advertisement
আটক ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।
তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।
জেইউ/জেএইচ/এমকেএইচ