রাজনীতি

‘হরতালকারীরাই গরিব মানুষকেও ভ্যাটের আওতায় নিয়ে এসেছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যারা ভ্যাটের বিরুদ্ধে হরতাল দিয়েছিল, সংসদে ওয়াকআউট করেছিল, তারাই তা সর্বত্র ছড়িয়ে দিয়ে একজন গরিব মানুষকেও ভ্যাটের আওতায় নিয়ে এসেছে।

Advertisement

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

মোশাররফ বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব ভ্যাট প্রথা প্রথম যখন পার্লামেন্টে বললেন, তখন আওয়ামী লীগ বিরোধী দলে। তারা ওয়াকআউট করলো। হরতাল করলো। সাইফুর রহমান সাহেব যখন ভ্যাট সিস্টেম চালু করেছিলেন, তখন অনেকেই বলেছিল, তিনি অনেক সাহসী অর্থমন্ত্রী হিসেবে ভ্যাট প্রবর্তন করার সাহস করেছেন।

‘কিন্তু আজকে চিন্তা করে দেখুন, আজকের বাংলাদেশের অর্থনীতি ওই ভ্যাটের উপরে দাঁড়িয়ে। এতো বড় বাজেট হয়, এই টাকাটা আসে কোথায় থেকে? আজকের আওয়ামী লীগ, যারা ভ্যাটের বিরোধীতা করেছিল, এর বিরুদ্ধে হরতাল করেছিল, আজকে তারা সেই ভ্যাটকে সর্বত্র ছড়িয়ে দিয়ে একজন গরিব মানুষকেও ভ্যাটের আওতায় নিয়ে এসেছে। অথচ সাইফুর রহমান সাহেব নির্দিষ্ট কিছু জিনিসের ওপর ভ্যাট আরোপ করেছিলেন।’

Advertisement

তিনি বলেন, আজকে যারা ব্যাংক লুট করে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। অথচ কৃষক কৃষি ঋণ না দিতে পারলে তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে।

দেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, অর্থনীতি সব দিক থেকে বিপদগ্রস্ত বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক প্রমুখ।

এএস/জেডএ/এমকেএইচ

Advertisement