খেলাধুলা

মেলেনি চাহিদামতো উইকেট, স্বাগতিক হয়ে তবে লাভটা হলো কী?

‘আমরা যেভাবে একাদশ সাজিয়েছি, তা দেখেই হয়তো আপনারা বুঝেছেন আমরা কী ধরনের উইকেট চেয়েছিলাম’- খানিক হতাশা নিয়েই কথাগুলো বলছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। দলের পরিকল্পনা সম্পর্কে শুরুতে কিছু জানাবেন না বললেও, পরে কথার ফাঁকে ঠিকই স্পিন সহায়ক উইকেটের চাহিদার কথা জানিয়েছেন সাকিব।

Advertisement

কিন্তু অধিনায়ক তথা দলের চাওয়ার সঙ্গে একদমই মেলেনি সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট। ম্যাচের প্রথমদিন পুরোপুরি ছিলো ব্যাটিং সহায়ক, এমনকি দ্বিতীয় দিনেও খুব একটা টার্নের দেখা মেলেনি উইকেটে। যা রীতিমতো অবাক করেছে সাকিব আল হাসানকে।

যে কারণে আফগানিস্তানের এতো ভালো ব্যাটিং কিংবা বোলিংয়ের পরেও, সাকিব বিস্মিত হয়েছেন নিজেদের প্রথম দিনের বোলিং 'সাফল্য' দেখেই। তিনি বলেন, ‘যে উইকেট ছিলো এবং প্রথম দিন টসে জেতার পর তারা যে সুযোগটা পেয়েছে, তাতে আমরা মোটেও সারপ্রাইজড নই। আমরা সারপ্রাইজড হয়েছিলাম যখন প্রথম দিনেই পাঁচটি উইকেট নিতে পেরেছি। কারণ এমন ফ্ল্যাট উইকেটে অনেকদিন পর আমরা খেলেছি বলে মনে হয়।’

দুই দিনে উইকেটের আচরণ দেখে পুরোপুরি বিস্মিত অধিনায়ক সাকিব আল হাসান। স্পষ্টত জানিয়ে দিয়েছেন, যেমনটা চেয়েছিল তার দল, উইকেট দেয়া হয়েছে পুরোপুরি বিপরীত। তাই বলে হাল ছাড়ার পাত্র নন সাকিব। বড় দলের ন্যায় প্রতিকূল পরিস্থিতিতে ভালো করার সংকল্পই এঁটেছেন টাইগার অধিনায়ক।

Advertisement

উইকেটের ব্যাপারে আক্ষেপ করে তিনি বলেন, ‘আমরা আসলে পুরোপুরি সারপ্রাইজড। যেমন চেয়েছিলাম, উইকেট তার পুরো বিপরীত। তবে এর মানে এই না যে, আমরা ভালো কিছু করতে পারব না। কারণ অনেক সময় আছে যে, যে ধরনের পরিকল্পনা বা আশা থাকে, জিনিসগুলো ওমন নাও হতে পারে। বড় দলগুলো তখনই প্রমাণ করে যে, প্রতিকূল পরিস্থিতিতেও তাদের ভালো করার সামর্থ্য আছে। তাই আমরাও চেষ্টা করবো যেন বিরুদ্ধ পরিস্থিতিতেও ভালো করতে পারি। তবে অবশ্যই উইকেট আমাদের আশার বাইরে ছিল।’

উইকেট প্রত্যাশার বাইরে ছিলো, জানালেন সাকিব। তাহলে দলের প্রত্যাশা কেমন ছিলো?- এমন প্রশ্নের জবাবে দলের অভ্যন্তরীণ বিষয়ে গোপনীয়তা রক্ষার দিকে ইঙ্গিত দেন সাকিব। এর চেয়ে বরং তিনি নজর দিতে চান ম্যাচের বাকি সময়ে ভালোভাবে ঘুরে দাঁড়ানোর দিকে।

টাইগার অধিনায়কের ভাষ্য, ‘আমি কখনোই চাই না দলের চাওয়া-পাওয়াগুলো বাইরে ফাঁস হোক। এগুলো গোপনীয়তার সঙ্গেই টিম মিটিংয়ে আলোচনা করা হয়। তাই চাই না এগুলো জানাজানি হোক। তবে আমি যেটা বললাম, আমরা যেমন চেয়েছিলাম ওমন হয়নি। তারপরও আবার বলছি, হয়নি মানে আমরা কিছুই করতে পারবো না এমন নয়। প্রত্যাশার বাইরে থেকেও অনেক সময় অনেক কিছু করতে হয়। এটা আমাদেরই দায়িত্ব এখন, এ সময়টায় ভালোভাবে ঘুরে দাঁড়ানো।’

তবে স্বাগতিক দল হয়েও প্রত্যাশামাফিক উইকেট না পাওয়ার হতাশা ফুটে ওঠে সাকিবের পরের কথাতেই। তিনি বলেন, ‘বিষয়টা (প্রত্যাশামাফিক উইকেট না পাওয়া) অবশ্যই হতাশার। কিন্তু এখন আর এসব ভেবে লাভ হবে না। এখন এ জায়গা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে একাদশ সাজিয়েছি, তা দেখেই হয়তো আপনারা বুঝেছেন আমরা কী ধরনের উইকেট চেয়েছিলাম। কিন্তু সবসময় সবকিছু চাওয়া মতো পাওয়া যায় না। এটা মেনে নিয়েই এগিয়ে যেতে হয়।’

Advertisement

এসএএস/এমএমআর/এমকেএইচ