বাংলাদেশের ৩৬টি প্রকল্পে ৬ বিলিয়ন (প্রায় ৬৬০ কোটি) মার্কিন ডলারের সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। অবকাঠামো, বিদ্যুৎ, কৃষি ও শিক্ষা, পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা ও ক্ষমতা গড়ে তোলার প্রকল্পেই প্রধানত এই সহায়তা দেওয়া হচ্ছে।৬৬০ কোটি ডলার সহায়তার মধ্যে পল্লী বিদ্যুতায়ন, ট্রান্সমিশন ও বিতরণ প্রকল্প সর্বাধিক পরিমাণ বরাদ্দ পেয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও স্থানীয় সরকার অর্থ সহায়তার একটি বড় অংশ পেয়েছে। বিশ্বব্যাংক বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখছে।চলতি মাসের প্রথম দিকে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে বাজেটে অর্থ সহায়তার বিষয়টি নিয়েও আলোচনা করেন অর্থমন্ত্রী। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোনাথন জুট বৈঠকের উল্লেখ করে মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ বাজেট সহায়তা পাবে।এসব প্রকল্পের মধ্যে রয়েছে- দক্ষতা ও প্রশিক্ষণ প্রদান, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন প্রকল্প, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (তৃতীয়), ঝড়ে পড়া স্কুল শিক্ষার্থী (দ্বিতীয়), সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ প্রকল্প, পল্লী বিদ্যুৎ ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন, পল্লী বিদ্যুতায়ন ও নবায়নযোগ্য বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প, বিশুদ্ধ বাতাস এবং লাগসই পরিবেশ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, ক্ষমতায়ন ও জীবনধারণ নতুন জীবন, জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প, আধুনিক খাদ্য ঘাটতি সুবিধা, সরকারি ক্রয় সংস্কার প্রকল্প, আইডিএ প্রকল্প, ভ্যাট উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্য খাত উন্নয়ন কর্মসূচি, প্রতিবন্ধী ও শিশু ঝুঁকি প্রকল্প, দরিদ্রদের জন্য নিরাপত্তা ব্যবস্থা, উত্তরাঞ্চলে দারিদ্র্য বিমোচন প্রকল্প, স্থানীয় সরকারের সমর্থিত প্রকল্প (দ্বিতীয়), উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প, পৌরসভা সুশাসন ও সেবা, বিনিয়োগ উন্নয়ন আর্থিক সুবিধা, প্রাইভেট সেক্টর উন্নয়ন সাপোর্ট, ঢাকা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন, কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রকল্প, বনায়ন ও পুনর্বনায়ন প্রকল্প, এগ্রিকালচার প্রডাক্টিভিটি ও অডিটর জেনারেলের অফিস শক্তিশালীকরণ প্রকল্প। -বাসস
Advertisement