খেলাধুলা

দিনের শুরুতেই আসগর আফগানকে ফেরালেন তাইজুল

আগেরদিন ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে উপসস্থিত হয়ে তাইজুল ইসলাম বলেছিলেন, ‘মুখস্ত’ ব্যাটিং করেছে আফগান ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনের শুরুতে সেই ‘মুখস্ত’ ব্যাটসম্যানদের ওপর চড়াও হলেন তাইজুল নিজেই। তুলে নিলেন দিনের প্রথম উইকেট।

Advertisement

সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে থাকা আফগান ব্যাটসম্যান আসগর আফগানকে পাঠিয়ে দিলেন সাজঘরে। দিনের চতুর্থ ওভারের শেষ বলে তাইজুলকে স্লগ করতে যান আসগর। কিন্তু বল ব্যাটের উপরের কানায় লেগে উপরে উঠে গেলে অন্যদের থামিয়ে ক্যাচটা সহজেই লুফে নেন মুশফিকুর রহীম।

১৭৪ এল খেলা ৯২ রানের ইনিংসটির পরিসমাপ্তি ঘটলো এভাবেই। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কাও মেরেছিলেন আসগর আফগান। আফসার জাজাইয়ের সঙ্গে ৮১ রানের দারুণ একটি জুটি গড়েই বিদায় নিলেন আসগর।

এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ১০৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৪। ৪১ রান নিয়ে ব্যাট করছেন আফসার জাজাই এবং ৫ রান নিয়ে তার সঙ্গী হলেন অধিনায়ক রশিদ খান।

Advertisement

টস জিতে প্রথম দিন ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন আফগান ব্যাটসম্যানরা। বিশেষ করে রহমত শাহ। আফগানিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করলেন তিনি। তার সেঞ্চুরি এবং ৮৮ রানে থাকা আসগর আফগানের ব্যাটে ভর করে প্রথম দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ২৭১ রান।

৮৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন আসগর আফগান। তার সঙ্গী ছিলেন আফসার জাজাই। প্রথম দিনের সঙ্গে এ দু’জন কেবল ৭ রান যোগ করতে সক্ষম হন। এরপরই এ দু’জনের জুটি ভেঙে দেন তাইজুল ইসলাম।

আইএইচএস/এমএস

Advertisement