প্রেমভালোবাসার নাম বিকাশ-হৃদয় প্রস্ফুটিত হয়।– গিরিশচন্দ্র ঘোষস্বার্থ সিদ্ধির চরমতম অভিব্যক্তি প্রেমে।– হলব্রুক জ্যাকশনবিচ্ছেদের মুখে প্রেমে বেগ বাড়িয়া উঠে।– রবীন্দ্রনাথ ঠাকুরপ্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না।– বায়রনপ্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।– প্লেটো
Advertisement
বচনডেউয়া ডেফলঅতি চুকা নারকেল
অর্থ : টক খাওয়ার পর মিষ্টি খেলে তা টকই লাগে। একইভাবে মন্দ কাজে অভ্যস্ত ব্যক্তি সৎ কাজে আনন্দ পায় না-এ কথা বোঝাতে বলা হয়।
এইচআর/এসএম
Advertisement