জাতীয়

ফ্লাইওভারে গতির খেলা, দুই রেসিং কার জব্দ

চট্টগ্রাম নগরের আক্তারুজ্জামান ফ্লাইওভারে গতির প্রতিযোগিতা, উচ্চশব্দ তুলে দ্রুতগতিতে গাড়ি চালানোসহ বিভিন্ন অভিযোগে দুটি রেসিং কার জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ। গাড়ি দুটি আটক করা হয়েছে বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে।

Advertisement

নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, বুধবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সদস্যরা ফ্লাইওভারে তল্লাশি করছিল। ওই সময় আক্তারুজ্জামান ফ্লাইওভারে গতির প্রতিযোগিতায় ছুটতে থাকা দুটি রেসিং কার আটক করা হয়। গাড়ি দুটি ফ্লাইওভারে বিপজ্জনকভাবে উচ্চশব্দ তুলে দ্রুতগতিতে চলছিল।

তিনি আরও জানান, পরে এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে- গাড়ি দুটি বেআইনিভাবে রং পরিবর্তন এবং রেজিস্ট্রেশনের নাম পরিবর্তন করেছে, যা ট্রাফিক আইনের লঙ্ঘন। এসব অভিযোগে গাড়ি দুইটির বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেয়া হয়েছে।

আবু আজাদ/বিএ

Advertisement