জাতীয়

ঘরেই তৈরি হচ্ছে বিদেশি নামিদামি ব্র্যান্ডের টুথব্রাশ-টুথপেস্ট!

ঘরে বসেই তৈরি করছে কোলগেট, পেপসোডেন্ট, সেনসোডাইনসহ বিদেশি নামিদামি ব্র্যান্ডের টুথব্রাশ, টুথপেস্ট ও নানান সব প্রসাধনী।

Advertisement

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধির বাজার এলাকায় রাসেলের বাসায় অভিযান চালিয়ে এর প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ অপরাধে ভেজাল প্রসাধনী উদপাদনকারী প্রতিষ্ঠানকে সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, আফরোজা রহমান ও ইন্দ্রানী রায়।

Advertisement

সার্বিক তত্ত্বাবধান করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

আব্দুল জব্বার মন্ডল জাগো নিউজকে বলেন, নকল পণ্য ও প্রসাধনী তৈরি করছে এমন গোপন তথ্যের পেয়ে আজকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধির বাজার এলাকায় রাসেলের বাসায় অভিযান চালানো হয়। তারা ঘরেই নামিদামি ব্র্যান্ডের টুথব্রাশ, টুথপেস্ট ও নকল-ভেজাল প্রসাধনী তৈরি করছে! যার কোনো বৈধ অনুমোদন নেই। তাদের প্রতিষ্ঠানের কোনো নামও নেই। তারা বিভিন্ন প্রসাধনী সামগ্রী নকল আমদানিকারকের স্টিকার লাগিয়ে বাজারে বিক্রি করছে। এ অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

একই দিন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে কুমিল্লা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং খাবারের মূল্য তালিকার না টানানোর অপরাধে একটি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন এপিবিএন-১ সদস্যরা।

Advertisement

এসআই/এসএইচএস/পিআর