হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২১টি স্বর্নের বারসহ দুই জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)।আটককৃতরা হলেন কুমিল্লার বুড়িকং এর আবু ইউসুফ (৩১) ও মাসুদ মিয়া (৩৮)। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বিমাবন্দরের ক্যানোপি ২ এর বাইরের এলাকায় তল্লাশী চালিয়ে ২১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন দুই কেজি একশ’ গ্রাম।বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএন এর এএসপি (মিডিয়া) তানজীনা আক্তার। তিনি জানান, দুবাই থেকে আসা এয়ার এশিয়ার একটি বিমানে (একে-৭১) বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন ওই দুই যাত্রী। ক্যানোপি দুই এলাকার বাইরে এপিবিএন সদস্যদের তল্লাশী চলাকালে ২১টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। একেকটি বার ১০০ গ্রাম ওজনের।তানজীনা জানান, আবু ইউসুফের কাছ থেকে ৯টি বার ও মাসুদ মিয়ার কাছ থেকে ১২টি বার উদ্ধার করা হয়।স্পেশাল পাওয়ার অ্যাক্ট-১৯৭৪ অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এপিবিএন কর্মকর্তা তানজীনা।জেইউ/এআরএস/এমএস
Advertisement