জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার দফতরে সংসদীয় বোর্ডের সভা ডেকেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
Advertisement
বৃহস্পতিবার বিরোধীদলীয় উপনেতার দফতর থেকে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, আগামী রোববার দুপুর ১টায় বিরোধীদলীয় উপনেতার দফতরে জাতীয় পার্টির সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
Advertisement
পরে পাল্টা সংবাদ সম্মেলনে রওশনকে চেয়ারম্যান ঘোষণা করাকে নিয়মবহির্ভূত হিসেবে উল্লেখ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠন করেন বেগম রওশন এরশাদ।
রংপুর-৩ আসনে উপনির্বাচনে প্রার্থী নির্বাচনের জন্য গঠিত ১৩ সদস্যের পার্লামেন্টারি বোর্ডে রয়েছেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নামও।
এ সংক্রান্ত চিঠিতে রওশন লিখেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২১ ধারা মোতাবেক আসন্ন রংপুর-৩ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত করার লক্ষ্যে নিম্নলিখিত প্রেসিডিয়াম সদস্যদের সমন্বয়ে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠন করলেন।
Advertisement
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ এমপি স্বাক্ষরিত ওই চিঠিতে রওশন এরশাদ এমপিকে চেয়ারম্যান করা হয়েছে সদস্য সচিব করা হয়েছে মসিউর রহমান রাঙ্গাকে। অন্যদের মধ্যে সদস্য হিসেবে রয়েছেন গোলাম মোহাম্মদ কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, সুনীল শুভ রায়, আতিকুর রহমান আতিক ও মজিবর রহমান সেন্টু।
এইউএ/এনডিএস/পিআর