আইন-আদালত

ভারতীয় জাল রুপি রাখায় ঢাকায় পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড

ভারতীয় ৮০ লাখ জাল রুপি রাখার অপরাধে পাকিস্তানের করাচির নাগরিক মোহাম্মদ ইমরানের ছয় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকা বিশেষ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম এ রায় দেন।

Advertisement

রায় ঘোষণা সময় আসামি পাকিস্তানি নাগরিক মোহাম্মদ ইমরানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের সাজা পরোয়ানা দেয়ার পর তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৫ জানুয়ারি কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কিউআর ৬৩২) আসামি ইমরান দোহা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস কর্মকর্তারা তার গতিরোধ করেন।

পরে আসামির লাগেজ স্ক্যানিং করে ৮০ লাখ ভারতীয় রুপি (প্রায় ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা) জব্দ করা হয়।

Advertisement

ঘটনার পরদিন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মোজাম্মেল হক বাদী হয়ে ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা করেন। ২০১৬ সালের ৪ ডিসেম্বর বিমানবন্দর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটের আট সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে চারজন সাক্ষ্য দিয়েছেন। জেএ/আরএস/এমকেএইচ