ফিচার

বাণী-বচন : ১৮ সেপ্টেম্বর ২০১৫

মুখযে মুখ হাসতে জানে না সে মুখ কখনো ভালো নয়। – মার্শালজ্ঞানীর হাত ধরা যায় কিন্তু বোকার মুখ ধরা যায় না। – জর্জ হার্বাটদুনিয়ায় সমস্ত সুপারিশপত্রের চেয়ে সুন্দর মুখের কদর অনেক বেশি। – এরিস্টটলঅন্যের মুখ বন্ধ করানোর আগে নিজের মুখ বন্ধ করো। – সিনেকাতোমার মুখ এমন একটা বই যেখানে মানুষ বিচিত্র সব ঘটনা পড়তে পারে। - শেক্সপিয়রবচনএকঘর পাপে,চল্লিশ ঘর শাপে।অর্থ : এক পরিবারের পাপকার্য পার্শ্ববর্তী পরিবারসমূহেও সংক্রমিত হয়। যথাসময়ে তা দমন না করলে সকলের ওপর পড়ে এই পাপের ফল- এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/এআরএস/এমএস

Advertisement