বিনোদন

আরও দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাহিদ-তিশার সিনেমা

কয়েক মাস আগেই মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ ছবিটি মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে দুটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার পেয়েছে। এরপর ছবিটি অংশ নিয়েছে সিডনি চলচ্চিত্র উৎসবে। আরও দু’টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ ছবিটি।

Advertisement

তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে জাজ মাল্টিমিডিয়া ছবিটির নতুন এই খবর নিশ্চিত করেছে। এবারছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ বুসান ফিল্ম ফেস্টিভ্যালে। এছাড়া হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে এটি।

জানা গেছে, ৩ অক্টোবর শুরু হয়ে ১৭ অক্টোবর শেষ হবে বুসান ফিল্ম ফেস্টিভ্যাল। এ উৎসবে যোগ দিতে মোস্তফা সরয়ার ফারুকী ৪ অক্টোবর বুসান যাচ্ছেন। হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালও একই মাসে অনুষ্ঠিত হবে।

‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।

Advertisement

এমএবি/এলএ/জেআইএম