আন্তর্জাতিক

টোকিওতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে আহত ৩৫

জাপানের রাজধানী টোকিওর কাছে বৃহস্পতিবার একটি রেল ক্রসিংয়ে একটি ট্রেন ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে কমপক্ষে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

Advertisement

টোকিওর দক্ষিণাঞ্চলীয় ইয়োকোহামা শহরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রিও নাগাকুরা বলেন, প্রায় ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, ওই দুর্ঘটনায় হয়তো ট্রাক চালক ট্রেনের নিচে চাপা পড়েছেন। কিভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

টেলিভিশনে প্রকাশিত সংবাদে দেখা গেছে, ট্রেনের সামনের অংশ হেলে পড়েছে এবং এর পেছনের বগিগুলো লাইনচ্যুত হয়ে গেছে।

Advertisement

জাপানে এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল। নিরাপত্তা এবং নিয়মানুবর্তিার জন্য সেখানকার ট্রেনসেবার বেশ সুনাম রয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে টোকিওতে একটি চালকবিহীন ট্রেন ভুল পথে গিয়ে একটি বাফারের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রায় ১৪ জন সামান্য আঘাত পেয়েছিল।

টিটিএন/জেআইএম