জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক যাচ্ছেন। সফরকালে তার সঙ্গে থাকছে ৬০ সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের এ তথ্য জানান।পররাষ্ট্রমন্ত্রী জানান, অধিবেশনে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জন সাফল্যের ধারায় টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার ও প্রত্যয়ের তথ্য জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ পরিষদের বিভিন্ন সেশনে অংশ নেয়াসহ বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক কয়েকটি বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসিবে থাকবেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টারা।প্রধানমন্ত্রী আগামী ১ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। অধিবেশনে বেশ কয়েকটি দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।এছাড়া ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।বিএ
Advertisement