মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের আগেই গ্রেফতারের মুখোমুখি বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা। প্রতিদিন কোথাও না কোথাও আটক হয়ে জেল জরিমানার সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা। বুধবার ৪ সেপ্টেম্বর সকালে পুত্রাজায়া ইমিগ্রেশনের অভিযানে ৪১ জন বাংলাদেশিসহ ৯১ জনকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ।
Advertisement
মালয়েশিয়ার কাজাংয়ে নির্মিত ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এ কর্মরত শ্রমিকদের ভিসা না থাকার অভিযোগে গ্রেফতার করা হয় সবাইকে। অভিযানের সময় অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।
অবশেষে আটক করা হয় বিভিন্ন দেশের ১৩১ জনকে। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে বাংলাদেশের ৪১, ইন্দোনেশিয়ার ৩০, মিয়ানমারের ১৮ এবং ইন্ডিয়ার ২ জনকে গ্ৰেফতার করে ইমিগ্ৰেশন বিভাগ।
আটককৃতদের অভিবাসন বিভাগের বিভিন্ন আইনে গ্রেফতার করে পুত্রাজায়া ও বুকের জলিল ক্যাম্পে হস্তান্তর করে।
Advertisement
উল্লেখ্য, গত আগস্টের ১ তারিখ থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের ৭০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে সরকার।
এসএইচএস/পিআর