প্রবাস

মালয়েশিয়ায় ফের গ্রেফতার ৪১ বাংলাদেশি

মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের আগেই গ্রেফতারের মুখোমুখি বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা। প্রতিদিন কোথাও না কোথাও আটক হয়ে জেল জরিমানার সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা। বুধবার ৪ সেপ্টেম্বর সকালে পুত্রাজায়া ইমিগ্রেশনের অভিযানে ৪১ জন বাংলাদেশিসহ ৯১ জনকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ।

Advertisement

মালয়েশিয়ার কাজাংয়ে নির্মিত ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এ কর্মরত শ্রমিকদের ভিসা না থাকার অভিযোগে গ্রেফতার করা হয় সবাইকে। অভিযানের সময় অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

অবশেষে আটক করা হয় বিভিন্ন দেশের ১৩১ জনকে। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে বাংলাদেশের ৪১, ইন্দোনেশিয়ার ৩০, মিয়ানমারের ১৮ এবং ইন্ডিয়ার ২ জনকে গ্ৰেফতার করে ইমিগ্ৰেশন বিভাগ।

আটককৃতদের অভিবাসন বিভাগের বিভিন্ন আইনে গ্রেফতার করে পুত্রাজায়া ও বুকের জলিল ক্যাম্পে হস্তান্তর করে।

Advertisement

উল্লেখ্য, গত আগস্টের ১ তারিখ থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের ৭০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে সরকার।

এসএইচএস/পিআর