কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন। বুধবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত অবস্থান করে রোহিঙ্গা চারটি ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন তিনি। এসময় নির্যাতিত রোহিঙ্গা নারী ও পুরুষদের সঙ্গে আলাপও করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ক্যাম্প সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্পে অস্ট্রেলিয়া সরকারের পরিচালনাধীন বিভিন্ন প্রকল্প ঘুরে দেখতে ক্যাম্পে আসেন পেইন। সকালে ক্যাম্পে পৌঁছে তিনি বালুখালী সতের ও আঠারো ক্যাম্প এবং উখিয়ার কুতুপালং ও মুধুর ছড়া ক্যাম্পে যান পররাষ্ট্রমন্ত্রী।
Advertisement
তিন দিনের সফরে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশে আসেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন। একইদিন বেলা ২টায় তিনি কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। সেখান থেকে শহরের একটি তারকা হোটেলে অবস্থান করে বুধবার সকালে তিনি ক্যাম্পে অস্ট্রেলিয়া সরকারের অনুদানে পরিচালিত বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন। বুধবার বিকেলেই তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।
সায়ীদ আলমগীর/এমএএস/এমকেএইচ
Advertisement