জাতীয়

পিএসসির সদস্য হলেন গোলাম ফারুক

অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত সিনিয়র সচিব এস এম গোলাম ফারুককে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

Advertisement

পিআরএল বাতিল এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে বুধবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এখন পিএসসির সদস্য সংখ্যা হলো ১৬ জন।

বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা ৬৫ বয়স পূর্ণ- যেটি আগে হয়, সেই সময় পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন গোলাম ফারুক।

Advertisement

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় গত ৩১ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান গোলাম ফারুক। এর আগে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

আরএমএম/জেডএ/এমকেএইচ