জাতীয়

বৃদ্ধি পাচ্ছে তিস্তা ও গঙ্গা-পদ্মা নদীর পানি

তিস্তা ও গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টা তা অব্যাহত থাকতে পারে। অপরদিকে ব্রহ্মপুত্র-যমুনা এবং সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে।

Advertisement

বুধবার (৪ সেপ্টম্বর) নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র জানায়, দেশের বিভিন্ন নদ-নদীর ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫৭টি পয়েন্টের পানি হ্রাস ও ৩৩টির বৃদ্ধি পেয়েছে।

Advertisement

বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ৩টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

আরএস/এমকেএইচ