>> ৬ মাসে ২৬১৪টি লাইসেন্স প্রদান/নবায়ন >> ১৩৭৬টি মোবাইল কোর্ট/সার্ভিল্যান্স টিম পরিচালনা>> খোলাবাজরের ১৮৯৬ টি নমুনা পরীক্ষা >> ৭৪৩টি অবৈধ প্রতিষ্ঠান চিহ্নিত
Advertisement
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের বাধ্যতামূলক ১৮১টি পণ্যের লাইসেন্স গ্রহণ না করে পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান বিএসটিআই। বৈধ লাইসেন্সের বাইরে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠান চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাথে এক মতবিনিময় সভায় বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনএসব কথা বলেন।
বিএসটিআই মহাপরিচালক জানান, চলতি বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত ৬ মাসে বিএসটিআই থেকে ২৬১৪টি লাইসেন্স প্রদান/নবায়ন করা হয়েছে। ১৩৭৬টি মোবাইল কোর্ট/সার্ভিল্যান্স টিম পরিচালনা করা হয়েছে। এছাড়া খোলাবাজার থেকে ১৮৯৬টি নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর ৭৪৩টি অবৈধ প্রতিষ্ঠান চিহ্নিত এবং তাদের বিরুদ্ধে মামলা এবং ২ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
এছাড়া মতবিনিময় সভায় বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শহিদউল্লাহ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এসএসআরএম গ্রুপের ব্যবস্থপনা পরিচালক শেখ মাসুদুল আলম মাসুদ, সংগঠনের এক্সিকিউটিভ ডিরেকটর মো. শামসুল আলম খান, জিপিএইচ গ্রুপের পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জমান, আরআরএম গ্রুপের চেয়্যারম্যান সুমন চৌধুরী, বিএসটিআইয়ের পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিল, পরিচালক (মান) মো. সাজ্জাদুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের নেতারা রড উৎপাদনকারী অবৈধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানালে বিএসটিআই মহাপরিচালক তাদের সে বিষয়ে আশ্বস্থ করেন। তিনি মানসম্মত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে নিতে হলে কোনো কিছুকে বিচ্ছিন্নভাবে চিন্তা করার সুযোগ নেই। সরকারের পাশাপাশি বিএসটিআই, উৎপাদনকারী, আমদানিকারক সবাইকে একযোগে কাজ করতে হবে।
এমইউএইচ/এনএফ/এমএস
Advertisement