সামাজিক ও পরিবেশ উন্নয়নের উদ্দেশ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য ও নিরাপত্তা, নবায়নযোগ্য ও বিশুদ্ধ জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেকসই উৎপাদন খাত, শিক্ষা, প্রকৌশল, পর্যটনে বিনিয়োগের জন্য ‘বিল্ড বাংলাদেশ স্যোসাল এন্টারপ্রিনিউয়ার্স ফান্ড’ নামক একটি ইমফ্যাক্ট ফান্ডের নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়ছে।
Advertisement
মঙ্গলবার অনুষ্ঠিত পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন এতে সভাপতিত্ব করেন।
বিএসইসি জানিয়েছে, ফান্ডটির আকার ৮৩ কোটি টাকা। এর মেয়াদ হবে ১০ বছর। ফান্ডটির উদ্যোক্তা জেসি ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ড ম্যানেজার হিসেবে রয়েছে ইমপ্রে ক্যাপিটাল লিমিটেড এবং ট্রাস্টি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।
বিএসইসি বলছে, ফান্ডটি মূলত দেশের সামাজিক ও পরিবেশ উন্নয়নের উদ্দেশ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য ও নিরাপত্তা, নবায়নযোগ্য ও বিশুদ্ধ জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেকসই উৎপাদন খাত, শিক্ষা, প্রকৌশল, পর্যটনে বিনিয়োগ করবে।
Advertisement
এমএএস/এমএসএইচ/জেআইএম