দেশজুড়ে

গুইমারা কলেজ পাহাড়ে আলোকবর্তিকা হয়ে বেঁচে থাকবে

পাহাড়ের মানুষের নিরাপত্তা দিতে এসে নিজের দায়িত্বের বাইরে গুইমারা কলেজ প্রতিষ্ঠা করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহামেদ প্রমাণ করলেন যে, সরকারি চাকরির বাইরেও প্রত্যেকটি মানুষের সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেম আছে। গুইমারা রিজিযন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহামেদকে তার এ মহতী কাজের জন্য ধন্যবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি বলেন, গুইমারা কলেজ এ অঞ্চলের শিক্ষার প্রসারে আলোকবর্তিকা হয়ে বেঁচে থাকবে। আর এ কলেজ যতদিন তাকবে ততোদিনই এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহামেদ। তিনি বৃহস্পতিবার গুইমারা কলেজের নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গুইমারা কলেজ গভর্নিং বডির সভাপতি ও সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রাব্বি আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, গুইমারা রিজিযন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহামেদ পিএসসি, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. আকরামুল হক এসপিপি, পিএসসি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুইমারা কলেজের অধ্যক্ষ ম. নাজিম উদ্দিন।অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সড়ক ও জনপথ বিবাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম ফারুক, মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হকসহ সরকারি পদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমএএস/পিআর

Advertisement