দেশজুড়ে

ইলিয়াস আলী গুমের ৪১ মাস : সিলেটে মানববন্ধন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী গুমের ৪১ মাসেও সন্ধান দিতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিকে মা সূর্যবান বিবি ও ইলিয়াসপত্মী তাহমিনা রুশদীর লোনা ও ছেলে মেয়েরা এখনো অপেক্ষায় তাকে ফিরে পাওয়ার আশায়। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকা থেকে প্রাইভেটকার চালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপির এই সিনিয়র নেতা। এরপর থেকে তার সন্ধান দাবিতে দেশে-বিদেশে আন্দোলন গড়ে উঠে। সিলেটে তার সন্ধান দাবিতে লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচিও পালিত হয়েছে। নিজ গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতাল পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন নেতাকর্মী নিহত হন। এরপরও ইলিয়াস আলীর কোনো খোঁজ নেই।এ অবস্থায় বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তণ এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নিখোঁজের ৪১ মাসপূর্ণ হলো। গুমের ৪১ মাস অতিবাহিত হওয়ার পরও সরকার তাকে উদ্ধার কিংবা সন্ধান দিতে না পারায় এর প্রতিবাদে এবং অবিলম্বে ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেয়ার দাবিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, যুব ও ছাত্র সংগ্রাম পরিষদ সিলেট।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, জননেতা এম ইলিয়াস আলীকে গুম করে বৃহত্তর সিলেটবাসীর আবেগ-অনুভূতিতে আঘাত করা হয়েছে। সিলেট অঞ্চলের ‘সবচেয়ে জনপ্রিয় নেতা’ ইলিয়াস আলীকে নিয়ে সিলেটের মানুষ সুন্দর আগামীর স্বপ্ন দেখছিল। বৃহত্তর সিলেটকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশে এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীদের সন্ধান দাবি করেন বক্তারা। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মকন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে এবং ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল এর পরিচালনায় বক্তব্য রাখেন, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট এটিএম ফয়েজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা মহিলা দলের সভাপতি পাপিয়া চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু।ছামির মাহমুদ/ এমএএস/পিআর

Advertisement