বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন বোরহান

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন সাংবাদিক বোরহান বিশ্বাস। গানটির শিরোনাম ‘শোষিত মানুষের কণ্ঠস্বর’। ইউটিউবে প্রকাশ হয়েছে গানটির ভিডিও। নিজের লেখা, সুুর ও কণ্ঠ দেয়া গানটির সংগীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন।

Advertisement

সম্প্রতি ঢাকার একটি রেকর্ডিং স্টুডিওতে গানটির চিত্রায়ণ হয়। গল্পওয়ালার নির্মাণে গানটির ভিডিও সম্পাদনার কাজ করেছেন টিডি দীপক। ভিডিওটিতে তার সঙ্গে মডেল হয়েছেন আল-আমিন খান ও রাফি।

বোরহান বিশ্বাস বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সামনে রেখে গানটি করেছি। আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তার কথা শুনে বড় হয়েছি মূলত তাদের উদ্দেশ্যেই গানটি নিবেদিত।’

বোরহান বিশ্বাস এর আগে ‘মা’, ‘লোকাল ট্রেন', ‘স্বপ্নের পৃথিবী’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘দেশটা মায়ের মতো’, ‘আমার বাংলাদেশ’ শিরোনামে নিজের লেখা ও সুরে গান করেছেন।

Advertisement

এছাড়া তার লেখা ‘অফিস কলিগ’, ‘স্বপ্ন ঘুড়ি’, ‘যদি চলে যাবে’, ‘মন তুই’, ‘এলোরে বৈশাখ’ ও ‘সোনার বাংলাদেশ’ গানগুলো এ সময়ের বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন।

এমএবি/জেআইএম