দক্ষিণ সুদানে একটি তেল ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৮৫ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলের মারিদি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রেসিডেন্টের একজন মুখপাত্রের বরাত বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।দক্ষিণ সুদানের ইকোয়াটোরিয়ার মারিদি এলাকার একটি রাস্তায় ওই ট্যাংকারটি থেকে স্থানীয় লোকজন তেল সংগ্রহ করছিল। এ সময় হঠাৎ ট্যাংকারটির বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত ৮৫ জন নিহত হয়েছে। তবে স্থানীয় কিছু গণমাধ্যম শতাধিক লোক নিহত ও ৫০ জন আহত হওয়ার খবর দিয়েছে। ২০১১ সালে একটি শান্তিচুক্তির মাধ্যমে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদানে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের লড়াইয়ের কারণে অন্তত ২২ লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছে। এসআইএস/পিআর
Advertisement