জাতীয়

চলতি বছর বেশি হাজি ঢাকা বিভাগের

চলতি বছর বাংলাদেশ থেকে সর্বমোট এক লাখ ২৭ হাজার ২৯২ জন সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যান। মোট হজযাত্রীদের মধ্যে ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ ৩৩ শতাংশ অংশগ্রহণ করেন।

Advertisement

এছাড়া চট্টগ্রাম বিভাগের ২৩ শতাংশ, রাজশাহী বিভাগের ১৫ শতাংশ, খুলনা বিভাগের ৮ শতাংশ, রংপুর বিভাগের ৭ শতাংশ, ময়মনসিংহ বিভাগের ৭ শতাংশ, বরিশাল বিভাগের ৫ শতাংশ এবং সিলেট বিভাগের ২ শতাংশ হাজি হজ পালন করেছেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুলেটিনে সূত্রে আরও জানা গেছে, হাজিদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হজ অফিস মেডিকেল ক্লিনিকসমূহের আইটি হেল্প ডেস্ক থেকে এ বছর স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রে মোট এক লাখ ১৭ হাজার ৩৮৭ জনকে চিকিৎসা প্রদান করা হয়।

Advertisement

উল্লেখ্য, গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। চলতি বছর হজ পালনে গিয়ে সৌদি আরবে সর্বমোট ১১২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

এমইউ/বিএ/এমকেএইচ