যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে জাতীয় ক্রীড়া পুরস্কার হছে সবচেয়ে সম্মানজনক। এ পুরস্কার একজন ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগকের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। তাই এ পুরস্কার সুষ্ঠু ও নিখুঁতভাবে প্রদানের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।’
Advertisement
ক্রীড়া প্রতিমন্ত্রী আজ (সোমবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের লক্ষ্যে এক জরুরী বৈঠকে এ কথা বলেছেন।
সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আগামী বছর জাতীয় ক্রীড়া দিবসে প্রধানমন্ত্রীর হাত দিয়ে পুরস্কার প্রাপ্তদের পদক বিতরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২০১৩ থেকে ২০১৬ সালের সালের পুরস্কার প্রদানের জন্য তালিকা যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা । এ ছাড়া পুরস্কার প্রদানের লক্ষ্যে প্রাপ্ত আবেদন সমূহ যাচাই বাছাই করতে ওয়ার্কিং কমিটি গঠন করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।’
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুন অর রশীদসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
আরআই/এসএএস/জেআইএম