আন্তর্জাতিক

৫ জঙ্গির প্রশিক্ষণে ব্যয় ৫০ কোটি ডলার!

সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়তে বিদ্রোহীদের প্রশিক্ষণের জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৫০ কোটি ডলার প্রকল্পের আওতায় এখন পর্যন্ত চার বা পাঁচ জন জঙ্গি তৈরি করা সম্ভব হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল লয়েড জে অস্টিন এ কথা স্বীকার করেছেন।জেনারেল লয়েড বুধবার সিনেটে এ সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেছেন। এ সময় কংগ্রেস সদস্যরা ওই প্রকল্পের কড়া সমালোচনা করেন। জঙ্গিগোষ্ঠী আইএস’র বিরুদ্ধে লড়াইয়ে ওবামা প্রশাসনের কৌশল নিয়ে কংগ্রেস নেতারা এর আগেই উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন এই প্রকল্প ব্যর্থ হবে। সিনেটের আর্মড সার্ভিস কমিটির নিয়মিত শুনানিতে জেনারেল অস্টিন আরো বলেন, সিরিয়ায় নতুন বাহিনী গঠনের কর্মসূচী ধীরগতিতে শুরু হয়েছে। ওই কর্মসূচী ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে পেন্টাগনের কর্মকর্তারা সন্ত্রাসীদের প্রশিক্ষণের নীতি পুনর্গঠনের জন্য নড়েচড়ে বসেছেন বলে নিউইয়র্ক টাইমস গত সপ্তাহে এক প্রতিবেদন জানিয়েছিল। এর আগে পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছিল, সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ৫ হাজার ৪০০ বিদ্রোহীকে প্রশিক্ষণ দেয়া হবে। বর্তমানে ১০০ জনেরও বেশি সন্ত্রাসীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন। এসআইএস/পিআর

Advertisement