জাতীয়

মানব পাচার প্রতিরোধ প্রটোকলে যোগ দিচ্ছে বাংলাদেশ

জাতিসংঘের মানব পাচার বিশেষ করে নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ক প্রটোকলে যোগ দিচ্ছে বাংলাদেশ। এ জন্য এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Advertisement

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মানব ও শিশু পাচার প্রতিরোধ, দমন ও এ সংক্রান্ত শাস্তি প্রদান বিষয়ক জাতিসংঘের প্রটোকলে আমাদের যোগদান সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের নিজস্ব যে আইন ‘‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২’’ এটা জাতিসংঘের আইনের সঙ্গে সংগতি রেখে করা হয়েছে। আমাদের আশপাশের দেশগুলো যেমন ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানসহ ১৭৩টি মানব পাচার প্রতিরোধ প্রটোকলে যোগদান করেছে। আমাদের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, আমরাও সেখানে যোগদান করব।’

Advertisement

পরমাণু অস্ত্র নিষিদ্ধকর চুক্তি অনুস্বাক্ষরের প্রস্তাব অনুমোদন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন চলাকালে ‘ট্রিটি অন দ্য প্রহিবিশন অব নিউক্লিয়ার ওয়েপনস’ অনুস্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইতোমধ্যে আমরা ‘‘ট্রিটি অন দ্য প্রহিবিশন অব নিউক্লিয়ার ওয়েপনস’’ স্বাক্ষর করেছি। কিন্তু এটা অনুস্বাক্ষরের প্রয়োজন হয়। এজন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। আগামী ৭২তম অধিবেশন চলাকালে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়, স্বাক্ষরকারী দেশের সংখ্যা ৭০টি। এরমধ্যে ২৫টি রাষ্ট্র অনুস্বাক্ষর করেছে, বাকিরাও পর্যায়ক্রমে করবে।’

তিনি বলেন, ‘আগামী ২৬ সেপ্টেম্বর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে, যেদিন ৭৪তম অধিবেশনে অনুস্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হবে।’

Advertisement

আরএমএম/এনডিএস/জেআইএম