আন্তর্জাতিক

ইরাকে পৃথক আত্মঘাতী হামলায় নিহত ২১

ইরাকের রাজধানী বাগদাদে পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বাগদাদের বাণিজ্যিক এলাকায় পুলিশ চেকপয়েন্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট।বাগদাদের এ হামলার দায় স্বীকার করেছে চরমপন্থী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, বাগদাদের বাব আল-শারজি এলাকায় প্রথম আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটেছে। এ হামলায় তিন পুলিশ কর্মকর্তা ও ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া হামলায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন।দ্বিতীয় আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে আল ওয়াতভা স্কয়ারে। এ হামলায় চার পুলিশসহ ৯ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩১ জন।২০১১ সালে দেশটি থেকে মার্কিন সেনা সদস্যদেরকে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপর গত বছর চরমপন্থী জিহাদিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দেশটির গুরুত্বপূর্ণ দুটি শহর মাসুল এবং আনবারের নিয়ন্ত্রণ নেয়।বৃহস্পতিবারের এ হামলার দায় স্বীকার করে টুইটারে একটি বিবৃতি দিয়েছে আইএস। তবে এ বিবৃতির সত্যতা নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা এপি।এসআইএস

Advertisement