জাতীয়

দেশে প্রত্যাবর্তন ৬৯ হাজার ৪৯৯ হাজির

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে দেশে প্রত্যাবর্তন করেছেন ৬৯ হাজার ৪৯৯ জন হাজি। গতকাল ১ সেপ্টেম্বর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯০টি ও সৌদি এয়ারলাইন্সের ১০২টিসহ মোট ১৯২টি ফ্লাইটে তারা দেশে ফেরেন। গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Advertisement

এদিকে গতকাল বাদ এশা প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বারকাত মোহাম্মদ আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের একাংশ মক্কা থেকে মদিনা আল-মুনাওয়ারার উদ্দেশে যাত্রা করেন।

তারা মদিনার হজ ব্যবস্থাপনা সরেজমিনে প্রত্যক্ষ করবেন এবং সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আগত হাজি সাহেবানদের মদিনা থেকে নির্বিঘ্নে দেশে প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়।

Advertisement

এমইউ/বিএ/পিআর