৪২১ সালের এই দিনে রোমান সম্রাট কনস্টানটিয়াস মৃত্যুবরণ করেন।
Advertisement
১৫৪৮ সালের এই দিনে ইতালিয়ান স্থপতি ভিন্সেঞ্জো স্কামজ্জি জন্মগ্রহণ করেন।
১৬৪৯ সালের এই দিনে ইতালির ক্যাস্টো শহরে পোপ দশম ইন্নোসেন্টের সৈন্যদের দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।
১৬৭৫ সালের এই দিনে খ্যাতনামা ইংরেজ লেখক উইলিয়াম সামাভিলের জন্ম।
Advertisement
১৭৫২ সালের এই দিনে যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়।
১৭৯২ সালের এই দিনে ফরাসি বিপ্লব সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুইশত পুরোহিতদের হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর গণহত্যা নামে পরিচিত।
১৮০১ সালের এই দিনে ফ্রান্সের বিরুদ্ধে ওসমানীয় ও বৃটিশ সেনাদের ব্যাপক যুদ্ধের পর অবশেষে ফরাসী বাহিনী পরাজিত হয়ে মিশর ত্যাগ করতে বাধ্য হয়।
১৮১০ সালের এই দিনে আমেরিকান শিক্ষাবিদ ও ইতিহাসবিদ উইলিয়াম সেমুর টেইলার জন্মগ্রহন করেন ।
Advertisement
১৮২০ সালের এই দিনে চীন সম্রাট জিয়াকিং মৃত্যুবরণ করেন ।
১৮৫৩ সালের এই দিনে নোবেলজয়ী [১৯০৯] জার্মান রসায়নবিদ ভিলহেলম অস্টভাল্টের জন্ম।
১৮৬৫ সালের এই দিনে আইরিশ গণিতবিদ ও বিজ্ঞানী উইলিয়াম রোয়ান হ্যামিল্টন মৃত্যুবরণ করেন ।
১৮৭০ সালের এই দিনে ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ: সেদানের যুদ্ধে প্রুশিয়া ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার ১০০,০০০ সৈন্যকে বন্দি করে।
১৮৭৭ সালের এই দিনে রসায়নে নোবেলজয়ী [১৯২১] ব্রিটিশ বিজ্ঞানী ফ্রেডেরিক সডির জন্ম।
১৯১০ সালের এই দিনে ফরাসী চিত্রশিল্পী অঁরি শোর মৃত্যু।
১৯১৪ সালের এই দিনে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড।
১৯২০ সালের এই দিনে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯২৩ সালের এই দিনে ফরাসি গণিতবিদ রেনে থম জন্মগ্রহন করেন ।
১৯৩৭ সালের এই দিনে আধুনিক অলিম্পিক ক্রীড়ার উদ্যোক্তা পিয়ের দ্য কুবের্তেনের মৃত্যু।
১৯৩৯ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে।
১৯৩৯ সালের এই দিনে ব্রিটেনে ১৯ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।
১৯৪৫ সালের এই দিনে ভিয়েতনাম ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৪৫ সালের এই দিনে পরাজয় মেনে নিয়ে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
১৯৪৬ সালের এই দিনে সাহিত্যিক, সম্পাদক ও চলতি গদ্যকার প্রমথ চৌধুরীর মৃত্যু।
১৯৪৯ সালের এই দিনে জাপানি আক্রমনে চীনের চান-কিঙ-এ ১৭০০ জন নিহত।
১৯৫২ সালের এই দিনে প্রাজ্ঞ বাঙালি পন্ডিত, শিক্ষক, এবং দেশপ্রেমিক বেণী মাধব দাস জন্মগ্রহন করেন ।
১৯৫২ সালের এই দিনে প্রাক্তন মার্কিন টেনিস চ্যাম্পিয়ন জিমি কনর্স জন্মগ্রহন করেন ।
১৯৫৮ সালের এই দিনে চীনের প্রথম টেলিভিশন স্টেশন পিকিং-এ চালু হয়।
১৯৬৭ সালের এই দিনে সঙ্গীতকলাকার ওস্তাদ আয়েত আলী খাঁর ইন্তেকাল।
১৯৬৯ সালের এই দিনে ভিয়েতনামের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হো-চি-মিন মৃত্যুবরণ করেন ।
১৯৭০ সালের এই দিনে নাসা (NASA) দুইটি অ্যাপোলো(Apollo) চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে।
১৯৮১ সালের এই দিনে বেলিজ স্বাধীনতা লাভ করে।
১৯৮৫ সালের এই দিনে ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র কেন্দ্র নন্দন উদ্বোধন করেন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।
১৯৯১ সালের এই দিনে যুক্তরাষ্ট্র এস্তেনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া কে স্বীকৃতি দেয়।
১৯৯২ সালের এই দিনে নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী বারবারা ম্যাকলিন্টক মৃত্যুবরণ করেন ।
১৯৯৭ সালের এই দিনে অস্ট্রিয়ান নিউরোলজিস্ট ভিক্টর ফ্রাঙ্কেল মৃত্যুবরণ করেন ।
২০০৫ সালের এই দিনে চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন।
২০০৯ সালের এই দিনে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি মৃত্যুবরণ করেন।
এইচআর/পিআর