রাজনীতি

খালেদার ‘প্রশংসায়’ রেজা-রব

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সাহসের প্রশংসা’ করে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘আমি বলব, উনার (বেগম খালেদা জিয়া) সাহস আমাকে ইম্প্রেস করেছে। আমি মনে করি যে, সারা দেশের মানুষকে উনি অনুপ্রেরণা দিয়েছে-জাস্ট সাহসের জন্য। মনোবল দিয়ে কী করতে হয়, শারীরিক সব কিছু অতিক্রম করে মনোবল দিয়ে উনি কিভাবে এখনো লড়াই করছেন অন্যায়ের বিরুদ্ধে। আমি উনাকে স্যালুট জানাই।’

Advertisement

তিনি বলেন, ‘উনার নিঃশর্ত মুক্তি বিএনপির দাবি, ঐক্যফ্রন্টেরও দাবি। সব চেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটা আমি নিজে দেখেছি- এটা বাংলাদেশের জনগণের দাবি।’

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেন, ‘আমার বাবা-মা শিখিয়েছেন, আমাদের দেশে মুক্তিযুদ্ধে যারা বড় ভূমিকা পালন করেছেন তাদেরকে সন্মান করা দরকার। একজন বীরোত্তমকে সন্মান না করে আমি বুঝতে পারছি না যে এ দেশটা কিভাবে চলবে?’

Advertisement

তিনি বলেন, ‘শহীদ জেনারেল জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি প্রথম সারির মুক্তিযোদ্ধা। আমাদের দেশে যদি যুদ্ধের বীরদের মধ্যে ধরা হয়- উনি প্রথম সারিতে থাকবেই এবং এটা চিরকালই থাকবেন। রাজনৈতিক কারণে উনাকে হেয় করার জন্যে কিছু কথা বলা হয়, যারা কথা বলেন তাদের নিজেদের দিকে তাকিয়ে দেখা উচিত, তারা কী করেছে দেশের জন্যে এবং এই স্বাধীনতা সংগ্রামের তাদের কী ভূমিকা ছিলে। জেনারেল জিয়াউর রহমানের কী ভূমিকা ছিল তাদের চিন্তা করা উচিত। এখানে আমি বলতে চাই, সাহসের ব্যাপারে তো উনার সঙ্গে তুলনার কথার মতো খুব কম লোক আছে।’

ঐক্য সম্পর্কে তিনি বলেন, ‘কিছু টক শোতে আমাদের ঐক্য নিয়ে নানা কথা বলেন। আমি বলব, ঐক্য নিয়ে আপনারা ঘাবড়াবেন না। আপনারা দেখবেন যারা ঐক্য নিয়ে জল্পনা-কল্পনা করছে তারা সময় মতোই এর জবাব পাবে।‘

আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্টের আরেক শরিক জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘আমরা আগে বলেছি-হলের ভেতরে শ্লোগান দিয়ে, পোস্টার-ব্যানার লাগিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না। জাতীয় বৃহত্তর ঐক্যের মাধ্যমে রাজপথে নামতে হবে, তাকে (খালেদা জিয়া) কারাগার থেকে মুক্ত করতে হবে। এ লড়াই জনগণের অধিকারের লড়াই, গণতন্ত্রের লড়াই, পুনরায় মুক্তিযুদ্ধের লড়াই, এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে।’

বিএনপির প্রতি অনুরোধ রেখে তিনি বলেন, ‘দলের ঐক্য বজায় রেখে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। এককভাবে কোনো দল আন্দোলন করে স্বৈরাচারকে পতন করাতে পারবে না। বিড়াল মারার জন্য লাঠি লাগে, সাপ মারার জন্য লাঠি লাগে, শিয়াল ও বাঘ মারার জন্য অস্ত্র লাগে। স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামাতে হলে সেই অস্ত্র হলো জনগণের ঐক্য, এছাড়া কোনো বিকল্প নেই।’

Advertisement

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৭৫ বছর বয়সেও কারাবাসের জন্য খালেদা জিয়ার মানসিক শক্তির প্রশংসা করেন রব।

কেএইচ/এএইচ/জেআইএম