শেষ হল বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ থেকে আকাশে গোলাবর্ষণের মহড়া। ১৬ দিনব্যাপী চলা এই মহড়া বৃহস্পতিবার চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে শেষ হয়।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মহড়ায় বিমানবাহিনীর মিগ-২৯বি/ইউবি, এফ-৭বিজি/এফটি-৭বিজি, এফ-৭বিজিআই, এফ-৭এমবি/এফটি-৭বি এবং কে-৮ ডব্লিউ যুদ্ধবিমানগুলো অংশগ্রহণ করে।মহড়ায় আকাশ থেকে আকাশে গোলা বর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন রণকৌশল, বিমানবাহিনীর যুদ্ধ সক্ষমতা ও দুর্বলতাগুলো চিহ্নিত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অনুশীলন করা হয়।মহড়ায় যুদ্ধবিমানগুলোর পাইলট ও বিমানবাহিনীর বিভিন্ন পদবীর সদস্যরা অংশগ্রহণ করেন।এআর/একে
Advertisement