প্রবাস

সৌদিতে আকামা নবায়নে নতুন আইন

সৌদি আরবে কর্মরত প্রবাসীদের রেসিডেন্সি পারমিট অর্থাৎ আকামা নবায়নে জরিমানার বিধান নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন দেশটির জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস। সম্প্রতি এ ঘোষণা দেয়া হয়েছে।

Advertisement

নতুন ঘোষণা অনুযায়ী, আকামার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও তিনদিন সময় থাকবে নবায়ন করার। আকামার মেয়াদোত্তীর্ণ হওয়ার তিনদিন পর থেকে জরিমানা বলবৎ হবে।

ঘোষণায় আরও বলা হয়েছে, প্রথমবার আকামা নবায়নের ক্ষেত্রে মেয়াদ পার হয়ে গেলে জরিমানা দিতে হবে ৫০০ রিয়াল। এরপর পুনরায় আবারও অর্থাৎ দ্বিতীয়বারের মতো যদি আকামার মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তবে জরিমানার অংক বেড়ে দাঁড়াবে ১ হাজার রিয়াল।

তৃতীয়বারের মতো যদি আকামার মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তবে কোনোভাবেই তা নবায়ন করা যাবে না। সেক্ষেত্রে আকামা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে প্রবাসীকে।

Advertisement

আকামা নবায়নের নতুন এই জরিমানার বিধান ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং এই মোতাবেক ব্যবস্থাও নেবে সৌদি আরব সরকার।

এসআর/জেআইএম